ইসলারালের পশ্চিম তীর দখলে ট্রাম্পের ‘না’: ট্রাম্প-নেতানিয়াহু বিরোধ তীব্র

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৬ পিএম
ইসলারালের পশ্চিম তীর দখলে ট্রাম্পের ‘না’: ট্রাম্প-নেতানিয়াহু বিরোধ তীব্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল দখলকৃত পশ্চিম তীর সংযুক্ত (অ্যানেক্স) করতে পারবে না। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি স্পষ্ট করে বলেন, “আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না। না, একেবারেই না। এটা হবে না।”

শুক্রবার সংবাদ মাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে আসার আগেই ট্রাম্পের এ মন্তব্য প্রকাশ্যে এল। তবে তিনি কীভাবে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন বা ইসরায়েলের পরিকল্পনা ঠেকাবেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

সন্দেহ ও প্রশ্ন

আল জাজিরাকে দেওয়া মন্তব্যে বিশ্লেষক মুইন রাব্বানি বলেন, ট্রাম্পের এ অবস্থান ইতিবাচক হলেও তা টেকসই হবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। “ট্রাম্পের কথায় ভরসা করা ঝুঁকিপূর্ণ। প্রশ্ন হলো, তিনি কি সত্যিই নিশ্চিত করবেন যে ইসরায়েল পশ্চিম তীর দখল করবে না? আর যদি করে, তখন তিনি কী করবেন?”

নেতানিয়াহুর সরকারে চাপ

ইসরায়েলের অতিদক্ষিণপন্থী নেতারা-বিশেষ করে অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ-পশ্চিম তীর ও গাজা দখলকে সরকারিভাবে রাজনৈতিক লক্ষ্য বানিয়েছেন। স্মোত্রিচ সম্প্রতি অবৈধ বসতিতে হাজারো নতুন বাড়ি নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন, যা তিনি দাবি করেন “ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকেই সমাধিস্থ করবে।”

আন্তর্জাতিক রায় ও সংকট

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গত জুলাইয়ে রায় দিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি অবৈধ এবং তা বন্ধ করতে হবে। তবুও বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সরকার।

মার্কিন নীতির পরিবর্তন ইসরায়েলের অভ্যন্তরে বড় ধরনের রাজনৈতিক সংকট ডেকে আনতে পারে, বিশেষ করে নেতানিয়াহুর জোটে থাকা ডানপন্থী দলগুলোর জন্য।

আরব নেতাদের সঙ্গে বৈঠক

এর আগে ট্রাম্প জাতিসংঘ অধিবেশনের ফাঁকে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মিসর, জর্ডান, তুরশরুব, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানের অবসান ও শান্তি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।