মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ সুমন আহমেদ(২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার কাজীপুর ইউনিয়নের গোলামবাজার এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সুমন আহমেদ উপজেলার কাজীপুর ইউনিয়নের গোলাম বাজার এলাকার মোঃ তাইজুল ইসলামের ছেলে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিপিসি-৩, মেহেরপুর, র্যাব-১২ এর কোম্পানী কমান্ডার লেঃ ওয়াহিদুজ্জামান।
অভিযান সূত্রে জানা যায়, গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের গোলাম বাজার এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।পরে সেখান থেকে একটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ সুমন আহমেদকে গ্রেফতার করা হয়।