রাজনৈতিক মন্তব্যে সতর্কবার্তা পেলেন সূর্যকুমার

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৫ পিএম
রাজনৈতিক মন্তব্যে সতর্কবার্তা পেলেন সূর্যকুমার

এশিয়া কাপ ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি বাড়ছে বিতর্কও। ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবকে রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের নেতৃত্বে এক শুনানিতে এ সিদ্ধান্ত হয়। তবে সূর্যকুমারের বিরুদ্ধে অতিরিক্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কিনা, তা এখনও পরিষ্কার নয়। 

বিতর্কের সূত্রপাত হয় ১৪ সেপ্টেম্বর ভারতের হাতে পাকিস্তানের এশিয়া কাপ গ্রুপ পর্বের পরাজয়ের পর। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে সূর্যকুমার “অপারেশন সিঁদুর” শব্দটি ব্যবহার করেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ তোলে, এই শব্দগুচ্ছ রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত সরকার সামরিক সংঘর্ষে ব্যবহার করেছিল, যা খেলাধুলার পরিবেশে শোভন নয়। পিসিবির শীর্ষ কর্মকর্তারা বিষয়টি লাহোরে সংবাদ সম্মেলনেও তোলেন এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ জমা দেন।

এর আগে একই ম্যাচকে ঘিরে আরেক বিতর্ক দেখা দিয়েছিল। পাকিস্তান অভিযোগ করে যে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের আগে দুই অধিনায়ককে হাত মেলাতে নিরুৎসাহিত করেছিলেন। পিসিবি তখন পাইক্রফটকে দায়িত্ব থেকে সরানোর দাবি জানালেও আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে। পরে হাত মেলানো সংক্রান্ত ‘ভুল বোঝাবুঝি’র জন্য পাইক্রফট প্রকাশ্যে দুঃখপ্রকাশ করলে পরিস্থিতি শান্ত হয়।

অন্যদিকে ভারতীয় শিবিরও পাকিস্তানি খেলোয়াড়দের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছে। সুপার ফোর পর্বে উত্তেজনাপূর্ণ ম্যাচে সাহিবজাদা ফারহান ও হারিস রউফ মাঠে কিছু অঙ্গভঙ্গি করেন, যা নিয়ে ভারত আইসিসির কাছে লিখিত অভিযোগ জানায়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ অভিযোগের শুনানি হওয়ার কথা।

প্রসঙ্গত, পাকিস্তানি ব্যাটার ফারহান পরে সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেন যে তাঁর ‘মেশিনগান উদযাপন’ নিছক তাৎক্ষণিকভাবে মাথায় আসা একটি ভঙ্গি ছিল, এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে মাঠের লড়াইয়ের বাইরে এইসব বিতর্ক দু’দেশের সমর্থকদের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

আপনার জেলার সংবাদ পড়তে