কুড়িগ্রামের রাজারহাটে চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনিকা রানীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৫সেপ্টেম্বর) দুপুরে রাজারহাট সোহরাওয়ার্দ্দী অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে চাকিরপশার তালুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, রাজারহাট সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নরেশ চন্দ্র সরকার, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, দাতা সদস্য সোলায়মান আলী, বিদায়ী শিক্ষক মনিকা রানী, শিক্ষক সোমনাথ চক্রবতী, আখেরুজ্জামান ও মোছা.কুলসুম বেগম প্রমূখ। পরে ওই প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা বিদায়ী শিক্ষককে উপহার প্রদান করেন।