গাজীপুরের কালিয়াকৈর উপজেলা ও পৌর জামায়াতের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা গণদাবীতে শুক্রবার সকালে কালিয়াকৈর বাসটার্মিনাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলটি কালিয়াকৈর বাজার এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ চত্বরে সমাবেশে মিলিত হয়। উপজেলা ও পৌর জামায়াতের যৌথ উদ্যোগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন শফিউদ্দিন আহমেদ।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,গাজীপুর ১ আসনের এমপি প্রার্থী মোঃ শাহআলম বকশী। এ সময় আরো বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর ইয়াছিন আলী, মোস্তফা কামাল সহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ তাদের সহযোগী ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে,জুলাই সনদ বাস্তবায়ন সহ ৫ দফা গণদাবী মেনে নেওয়ার দাবী জানান।