সৈয়দপুরে দূর্গাপুজা উপলক্ষে দোকানগুলোতে বিক্রি বেড়েছে

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:১৫ পিএম
সৈয়দপুরে দূর্গাপুজা উপলক্ষে দোকানগুলোতে বিক্রি বেড়েছে

আর মাত্র কদিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীর প্রধান ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপুজা। প্রতিমা তৈরীর কাজ এখন শেষ। চলছে শেষ তুলির আঁচড়ে দেবীদূর্গাকে সুন্দর করে সাজানো। নানান রঙে রাঙিয়ে সাজানো হচ্ছে মা দেবীদূর্গাকে। তবে এ বছর দেবী কিসে করে আসছেন তা বলতে অপারগ আয়োজনকারীরা।

সৈয়দপুর পৌরসভাসহ উপজেলার ৫টি ইউনিয়নে এবার ৮১টি পুজা মন্ডব। তাই পুজার আনন্দ উপভোগ করতে নতুন কিছু ক্রয়ে ব্যস্ত নারীরা। অপরপাশে তাদের সন্তানদেরও ক্রয় করছেন নতুন জামা কাপড়।

সৈয়দপুরের কাপড় ব্যবসায়ি চান বিহারী বলেন,এবার পুজায় বিক্রি ভাল হচ্ছে। সনাতনীরা বাজারে ভীর করছে কেনাকাটায়। তিনি বলেন,গত বছর তেমন একটা বেচা বিক্রি হয়নি।

এদিকে সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কে কেন্দ্রীয় পূজা মন্ডপ ঘিরে বসানো হয়েছে ভ্রাম্যমাণ জিলাপীর দোকান।

সনাতনী কৃষ্ণ চন্দ্র রায় বলেন,পূজায় এবার বাসার সকলের নতুন কাপড় কিনতে হচ্ছে। গত বছর অর্থ সংকটের কারণে ছেলে মেয়েদের নতুন কিছু দিতে পারি নাই।

বাজার করতে আসা মালতী রানী,ভারতী রানী ও গীতা রানী বলেন,এ বছর পুজায় আমরা আনন্দ করবো। আত্মীয় স্বজনরা আসবেন। তাই পরিবারের সবার জন্য কেটা কাটা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে