রংপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৬ পিএম | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৬ পিএম
রংপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় মা-ছেলেসহ নিহত ৩

রংপুর নগরীতে বালুবোঝাই একটি ট্রাকের ধাক্কায় পিকআপভ্যানে থাকা মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে নগরীর দমদমা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেনথপিকআপভ্যানের সহকারী (হেলপার) নগর মীরগঞ্জ এলাকার ইউসুফ আলীর ছেলে আরিফ হোসেন (২০), যাত্রী পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২৮) ও তার এক বছর বয়সী ছেলে ওয়ালিদ হোসেন স্বাধীন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রংপুর-ঢাকা মহাসড়কে দমদমা ব্রিজের একটু আগে উত্তরে মালবাহী একটি পিকআপভ্যানকে ঢাকাগামী বালুবোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। পিকআপভ্যানটি মাহিগঞ্জ যাওয়ার উদ্দেশে সেখানে ইউটার্ন নেয়ার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানে থাকা যাত্রীসহ হেলপার নিহত হন। আহত তিনজনের মধ্যে গুরুতর আহত পিকআপভ্যান চালক নিশাত মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন নিহত শাহিনা বেগমের দেবর ও তার স্ত্রী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজাহান আলী জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। ট্রাকের ড্রাইভার ও তার সহকারী পলাতক রয়েছে। 

এ ঘটনায় অভিযুক্ত অফিস সহায়ক রশিদুজ্জামানকে বদলি করা হয়েছে। জানতে চাইলে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা প্রথম আলোকে বলেন, সামগ্রিকভাবে বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছেন। মঙ্গলবার ওই কর্মচারীকে হাড়িয়ারকুঠি থেকে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন ভূমি কার্যালয়ে বদলি করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে