বরিশাল মহানগরীর ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আক্তার উজ্জামানকে (৫৫) গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, রাজনৈতিক মামলার এজাহারভূক্ত আসামি আক্তার উজ্জামানকে বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর ফলপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আক্তার উজ্জামান বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী এবং নগরীর চকবাজারের ব্রাইট সু হাউজের মালিক।