কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে আলোচনা সভা, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহিদেব যুব সমাজ কল্যান সমিতি ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ উপজেলার কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে কালীগঞ্জ ইউনিয়ন যুব সংগঠন। কালীগঞ্জ ইউপি চেয়ারম্যান রিয়াজুল হক প্রধানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কালীগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর ইসলাম মিয়া, সহকারী শিক্ষক উমর ফারুক, শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, উম্মে কুলছুম কেয়া, ইউপি সদস্য রিয়াজুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক সাইফুর রহমান, সাবেক ইউপি সদস্য খোকা প্রধান, কালীগঞ্জ ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি তমা খাতুন, সাধারণ সম্পাদক জনাব আশিকুর রহমান, নির্বাহী কমিটির সদস্য উমর ফারুক ও রাকিব হাসান। এছাড়াও সিএনবি প্রকল্পের এফএফ গোবিন্দ মালাকার, ইউনিয়নের ইমাম, কাজি, ঘটক ও গণ্যমান্য ব্যাক্তিরা বক্তব্য দেন।