‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুনকে অসুস্থ অবস্থায় উদ্ধার

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪৯ পিএম
‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুনকে অসুস্থ অবস্থায় উদ্ধার

বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে জুলাই আন্দোলনে সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদ নিখোঁজ হওয়ার ৫ দিন পর খোঁজ পেয়েছে তুরাগ থানা পুলিশ।

পূর্বাচলের ১ নম্বর সেক্টরের মসজিদ থেকে শুক্রবার দুপুর ২টায় তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সাদিক রহমান জানিয়েছেন, আমরা খবর পেয়ে পূর্বাচন জামে মসজিদ থেকে দুপুর ২টায় তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করি। এরপর তাকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রীর হাসপাতালে নিয়ে যাই। ইতোমধ্যে তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা হাসপাতালে আসছেন।

এদিকে, শুক্রবার রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে নিখোঁজ মামুনুর রশীদের সন্ধান চেয়ে মানববন্ধন করে তার পরিবার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামুনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে