নাসিরনগরে নিখোঁজে ৫ দিন পর নিজের কৃষি জমিতে একজনের মরদেহ কঙ্কাল উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে নাসিরনগর সদর ইউনিয়নের দাতঁমন্ডল গ্রামের পাশে জমি থেকে কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, উদ্ধার কঙ্কালটি দাতঁমন্ডল গ্রামের মৃত মুকসুদ আলীর ছেলে মিন্নত আলী (৫৪)। গত রবিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর বাড়ি ফিরেননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পরও কোথাও সন্ধান পাওয়া যায়নি।
আজ শুক্রবার সকালে স্থানীয় এক কৃষক জমিতে কাজ করতে গেলে ধান জমিতে মানবদেহের অংশবিশেষ কষ্কাল দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেয়। পরে তারা নিচে পড়ে থাকা মরদেহের কষ্কাল দেখতে পেয়ে কঙ্কালটি ৫দিন আগে নিখোঁজ মিন্নত আলীর বলে শনাক্ত করতে পেরে থানা পুলিশে খবর দেন। নাসিরনগর থানার ওসি তদন্ত মোহাম্মদ তানভীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সংবাদ পেয়ে এসে মানবকঙ্কালের অংশবিশেষ সংগ্রহ করা হয়েছে ডিএনএ পরীক্ষার জন্য। রিপোর্ট এলে বোঝা যাবে কী কারণে তার মৃত্যু হয়েছে।