কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কিশোরগঞ্জ থেকে চেরে আসা এগারো সিন্দু ট্রেনের নিচে পড়ে ফরিদ উদ্দিন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ১১ টার দিকে মন্ডলবোক রেল ব্রিজের নিকট এই ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি চান্দুঁপুর ইউনিয়নের চারি গ্রামের মৃত শামসু ইসলামের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে ছেলেটি মানসিক ভারসাম্য হীন ছিল। কিশোরগঞ্জ রেলে থানার ইনচার্জ বাহা উদ্দিন ফারুকি বলেন, এলাকাবাসী ও উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে লাশ তার মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে একটি ইউডি মামলা হয়েছে।