কিশোগঞ্জের নিকলী উপজেলা সদর ইউনিয়নের জিসি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কারার আব্দুল রশিদ ও কারপাশা ইউনিয়নের মজলিশপুর শহিদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব হোসেন আলী বৃহস্পতিবার বিকালে অবসরে চলে গেছেন। এই দিন টি ছিল তাদের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। এই দুই জন প্রথিতযশা প্রধান শিক্ষক আর কোনো দিন বিদ্যালয়ে ফিরে আসবে না। এই জনাকীর্ণ পরিবেশে বিদ্যালয়ের আঙ্গিনায় সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের কে বিদায় সংবর্ধনা জানালেন। স্থানীয় অভিভাবকরা বলেন, এই দুইজন দুই প্রতিষ্টানে প্রধান শিক্ষক প্রতিষ্ঠানের সুখে দুখে গড়ে তুলেন। দুটি প্রতিষ্টান নিকলী উপজেলার এ পর্যন্ত জে এসসি ও এসএসসি জি পি এ-৫ শিক্ষার্থীরা স্মরনে রেখেছেন পরিশেষে নিকলী উপজেলার ব্যসরকারী শিক্ষক কর্মচারী ঐক্য জোটে তাদের সুস্ততা কামনা করছেন।