জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, উভয়কক্ষে চজ পদ্ধতিতে নির্বাচন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, গণহত্যার বিচার এবং জাতীয় পাটিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মুন্সীগঞ্জের জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের জামায়াতে ইসলামী।
শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে উপজেলা জামায়াতের আমির মো: জামাল উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -২ আসনের (লৌহজং-টঙ্গীবাড়ী) জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী সাবেক জেলা আমির অধ্যাপক এবিএম ফজলুল করিম। এ সময়ে অন্যানদের মধ্যে উপস্থিথ ছিলেন লৌহজং উপজেলা শাখার সেক্রেটারী প্রভাষক আমিনুল ইসলাম, পদ্মা সেতু উত্তর থানার আমির মুফতি আনোয়ার হোসাইনসহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি লৌহজংয়ের মালির অংক বাজার থেকে বেড় হয়ে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক পদিক্ষন করে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।