বাউফলে ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) :
| আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৫ পিএম | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৫ পিএম
বাউফলে ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি

পটুয়াখালীর বাউফল পৌর শহরে ধারাবাহিকভাবে দ্বিতীয় সপ্তাহে পরিষ্কাার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে পৌর ছাত্রদল। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল ফাহাদের উদ্যোগে এ কর্মসূচি পরিচালিত হয়। কর্মসূচিতে বাউফল উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বাউফল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবু জাফর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাগর, পৌর ছাত্রদল নেতা মাসুম, আবু, রাকিব, তানভীর প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু পৌরসভার একার দায়িত্ব নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তাই এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে, যাতে তারা নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলেন এবং নিজেদের শহর নিজেরাই পরিষ্কার রাখেন।

এছাড়া সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে স্থানীয় নাগরিকদের সচেতন করেন ছাত্রদল নেতারা। কর্মসূচির অংশ হিসেবে যেসব এলাকায় অবস্থান করা হয়েছিল, সেখানে তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমও চালানো হয়। এ কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্ধ জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে