ঝিকরগাছায় জামাতের বিক্ষোভ মিছিল

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৬ পিএম
ঝিকরগাছায় জামাতের বিক্ষোভ মিছিল

শুক্রবার ১৪ অক্টোবর বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুল আলিম।

ঝিকরগাছা ব্রিজের মুখ সংলগ্ন চত্বরে আয়োজিত মেশিনপূর্ব মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা মজলিসে সুরা সদস্য মাওলানা আরশাদুল আলম ও অধ্যাপক জয়নাল আবেদীন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান। সমাবেশ শেষে ঝিকরগাছা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের হয়।

আপনার জেলার সংবাদ পড়তে