নগরের কোতোয়ালী থানার রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহি রানা দাশসহ দুইজনকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা পশ্চিম বিভাগ। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, আনোয়ারা উপজেলার কেয়াগর এলাকার রবীন্দ্র সিকদারের ছেলে রতন সিকদার (৫৪) এবং পটিয়া উপজেলার গুয়াতলি এলাকার কাজল মেম্বারের বাড়ির মৃত বাদল চন্দ্র দাশের ছেলে রানা দাশ (৪১)। রানা দাশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি হিসেবে কর্মরত আছেন (সিপাহি নম্বর-৬১৭)। সিএমপি গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পশ্চিম) মো. মাহবুব আলম খান বলেন, বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সিপাহি রানা দাশসহ দুইজনকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা উদ্ধারের ঘটনায় নগরের কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (আজ) দুজনকে আদালতে পাঠানো হয়েছে।