৫ দাবিতে কিশোরগঞ্জ জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশর বিক্ষোভ মিছিল

এফএনএস (আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০১ পিএম
৫ দাবিতে কিশোরগঞ্জ জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশর বিক্ষোভ মিছিল

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির প্রবর্তন, নির্বাচন সংস্কার, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণসহ ৫ দফা দাবিতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫ ইং) জুমার নামাজের পর ঐতিহাসিক শহীদী মসজিদের চত্বর থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানথানা মোড়ে এসে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা প্রফেসর হাফেজ মাওলানা আজিজুর রহমান জার্মানি, জেলা সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার।

বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, দেশের চলমান রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট নিরসনে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। বর্তমান নির্বাচন ব্যবস্থা জনগণের ভোটাধিকারকে নিশ্চিহ্ন করেছে। এজন্য নির্বাচন সংস্কার করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। তাঁরা আরও বলেন, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি জনগণের স্বার্থবিরোধী ষড়যন্ত্রের অংশ। এই দলগুলোর রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় জনগণের পক্ষে কথা বলে এসেছে এবং ভবিষ্যতেও জনগণের অধিকার আদায়ে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।

নেতৃবৃন্দ ঘোষণা দেন, পাঁচ দফা দাবিতে যদি সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ না করে, তবে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এসময় অন্যান্য নেতৃবৃন্দসহ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে