বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে জুলাই সনদ-২০২৫ বাস্তবায়ন ও ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকালে বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ মোড় থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও বাস্তবায়ন,জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ,আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি,জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানান। বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো: আবদুস ছাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিএম গিয়াস উদ্দিনের সঞ্চালনায় ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী,সহ-সভাপতি মাওলানা মো: ইসলাম উদ্দিন ফারুকী, মাওলানা আবদুল হান্নান,উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মিজান বিন আবদুল হক,মাওলানা কাজী আনোয়ার হোসাইন,মাওলানা ইসমাইল হোসেন বুখারি,সাংগঠনিক সম্পাদক মাওলানা আমীর আহমদ,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ নুরপুরী,
দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দিন,মাওলানা সিহাব উদ্দিন,মুফতি সাইদুর রহমান,মাওলানা তাজুল ইসলাম,মাওলানা বোরহান উদ্দিন ফারুকী ও উপজেলা যুব মজলিসের সভাপতি মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ বিশালসহ বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে দেশ জাতির কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এবং ইসলামী যুব মজলিস ও ইসলামী ছাত্র মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।