নানা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৪ পিএম
নানা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নড়াইলের লোহাগড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার( ২৬ সেপ্টেম্বর) বিকালে লোহাগড়া উপজেলা গেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা গেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর সহ- সভাপতি ও নড়াইল ২- আসনের এম পি প্রার্থী  অধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম,  লোহাগড়া উপজেলা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ খান বেলালী, সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান খান,জয়েন্ট সেক্রেটারি মোঃ জিয়াউল ইসলাম প্রমুখ।

 এসময় মাওলানা মোঃ তাজুল ইসলাম বলেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন, জুলাই গনহত্যার বিচার দৃশ্যমান, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ ১৪ দলের নেতা কর্মীদের বিচার চলাকালীন তাদের রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখতে হবে। আমাদের উল্লেখিত দাবী না মানলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। বক্তব্য শেষে মাওলানা হাবিবুল্লাহ খান বেলালী মোনাজাত করে সমাবেশ শেষ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে