চাটমোহরের কামার বিলে ভেলা প্রতিযোগিতা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) :
| আপডেট: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৫ পিএম | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১২ পিএম
চাটমোহরের কামার বিলে ভেলা প্রতিযোগিতা

পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা কামার বিলে দুই দিনব্যাপী ভেলা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিযোগিতায় ১৪টি ভেলার দল অংশগ্রহণে দুই দিনব্যাপী প্রতিযোগিতা শেষ হয়।

মহেলা যুব সমাজের উদ্যোগে ভেলা বাইচ প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায় পাবনার সাপডেঙ্গা ভেলা,২য় চাটমোহরের ফৈলজানা হেংলি বুধপাড়া গ্রামের ভেলা ও ৩য় হয় পার্শ্বডাঙ্গার মহেলা মামা ভাগ্নে ভেলা। 

অনুষ্ঠানে প্রধান অতিথিছিলেন পাবনা ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কেএম আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বিএনপি নেতা আনোয়ার পারভেজ মধু,পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাসুদ রানা,পার্শ্বডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাসেল কবির,জাতীয় নাগরিক কমিটি চাটমোহর উপজেলা আহ্বায়ক ফয়সাল কবির,মহেলা যুব সমাজের সাগর হোসেন,সোহেল রানা,নাঈম হোসেন,মনিরুল ইসলাম,আঃ আজিজ,আঃ হাই,সালাউদ্দিন প্রমুখ। ব্যতিক্রমধর্মী এই ভেলা প্রতিযোগিতা দেখতে বিভিন্ন গ্রামের হাজার হাজার দর্শক বিলপাড়ে উপস্থিত ছিলেন। 

আপনার জেলার সংবাদ পড়তে