৫ দফা দাবিতে চাটমোহওে সমমনা ইসলামি দলগুলোর বিক্ষোভ ও সমাবেশ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৩ পিএম
৫ দফা দাবিতে চাটমোহওে সমমনা ইসলামি দলগুলোর বিক্ষোভ ও সমাবেশ

৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামিসহ সমমনা ইসলামি দলগুলোর আয়োজনে পাবনার চাটমোহরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ড হতে জামায়াতে ইসলামি,ইসলামি আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস যৌথভাবে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজার জারদিস মোড়ে গিয়ে শেষ হয়। 

জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন,সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু,লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জুলুম,নির্যাতনও গণহত্যার বিচার দৃশ্যমান করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন,জামায়াতে ইসলামি বাংলাদেশ চাটমোহর উপজেলা আমীর মওলানা আব্দুল হামিদ,সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব,পৌর আমীর সোলায়মান হোসেন,সেক্রেটারি সাদ্দাম হোসেন,শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ শহীদুল্লাহ মাস্টার,খেলাফত মজলিসের সভাপতি মুফতি মফিজ উদ্দিন,ইসলামি আন্দোলন বাংলাদেশের আবু তালহা প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা দ্রুত আওয়ামী লীগের বিচার ও তাদের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানান। তারা বলেন,পিআর পদ্ধতিতে নির্বাচনের পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

আপনার জেলার সংবাদ পড়তে