চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টায় জেলাপরিষদ ডাকবাংলো চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ডাকবাংলো চত্বর এসে পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-২. (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের জামায়তে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী জেলা নায়েবে আমীর ডা. মিজানুর রহমান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ইয়াহইয়া খালেদ,নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, নাচোল উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী ও সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন, নাচোল পৌর আমীর মনিরুল ইসলাম ও সেক্রেটারি খলিলুর রহমান, পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি ড.মিজানুর রহমান বলেন, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের প্রধান মন্ত্রী শেখ হাসিনা পাশ্ববর্তী দেশ ভারতে পালিয়েগেছে। এরপর ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সেই জনগণের ৭০ ভাগ পিআরের পক্ষে সমর্থন জানিয়েছে। ঐক্যমত কমিশনে ৩১দলের মধ্যে ২৫ টি দল পিআর এর পক্ষে রয়েছে। একটি দলের কেউ কেউ বলছেন, পিআর খাই না মাথায় দেয়। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এটা বলতে পারেনা। তাই পিআর বাস্তবায়নের জন্য গণভোট দিন দাবী করেন ড.মিজানুর রহমান। তিনি আরও বলেন, জনগণ যদি পিআর মানে, তাহলে আপনাদেরও মানতে হবে, আর রায় যদি পিআরের বিপক্ষে যায় তাহলে আমরাও মেনে নেবো। কিন্তু তারা তো গণভোটকে ভয় পাচ্ছে। পিআরের মধ্য দিয়ে সকলের অংশীদারিত্বের ভিত্তিতে যদি পেশীশক্তি ও কালো টাকামুক্ত কোয়ালিটিপূর্ণ পার্লামেন্ট হয়, সরকার গঠন হয়, তাহলে আগামিতে কোনো দলের পক্ষে ফ্যাসিবাদী হয়ে ওঠার সম্ভাবনা নেই থাকবে না। তিনি দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানান।