হাতিয়ায় জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

এফএনএস (জি এম ইব্রাহীম; হাতিয়া, নোয়াখালী) :
| আপডেট: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ পিএম | প্রকাশ: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ পিএম
হাতিয়ায় জামায়াতে ইসলামীর ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

সারা দেশের ন্যায় হাতিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শহর জামে মসজিদ প্রাঙন থেকে উপজেলা জামায়াতের আমীর মাষ্টার বোরহানুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙনে এসে এক সমাবেশে মিলিত হয়।

হাতিয়া উপজেলা আমীর মাস্টার বোরহানুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন হাতিয়া সংসদীয় আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শাহ মাহফুজুল হক, উপজেলা নায়েবে আমীর একেএম ইদ্রিস, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা তাওফিকুল ইসলাম, সেক্রেটারী নূর উদ্দিন মেশকাত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে যেন তেন নির্বাচন করতে দেওয়া হবেনা। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে হলে অবশ্য পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। ৫ দফা দাবি মেনে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবশ্য নির্বাচনের আয়োজন করতে হবে। কেহ বলে জামায়াতে ইসলামী নির্বাচন চায় না। নির্বাচন করার উদ্দেশ্যে জামায়াত ইসলামী ইতোমধ্যে হাতিয়া সহ ২৯৮টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামী নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত আছে।

বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে হাতিয়ার বিভিন্ন প্রান্ত থেকে সহ সহস্রাধিক জামায়াতের সাংগঠনিক সদস্য কর্মী সমর্থক সমাবেশে উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে