লা লিগার চলতি মৌসুমের শুরুতেই ইনজুরির তালিকা দীর্ঘ হচ্ছে বার্সেলোনার। সর্বশেষ রাফিনিয়া ও গোলরক্ষক হোয়ান গার্সিয়াকে কয়েক সপ্তাহের জন্য হারাতে হচ্ছে কাতালান ক্লাবটিকে।
ক্লাবের ওয়েবসাইটে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রাফিনিয়া হ্যামস্ট্রিংয়ের চোটে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। অন্যদিকে বাঁ হাঁটুর মেনিস্কাসে চোট পাওয়া গার্সিয়ার অস্ত্রোপচার হবে শনিবার (২৭ সেপ্টেম্বর)। এর ফলে চার থেকে ছয় সপ্তাহ তাকে মাঠের বাইরে থাকতে হবে।
দুজনই চোট পান বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) লা লিগায় রেয়াল ওবিয়েদোর বিপক্ষে ম্যাচে। ওই ম্যাচে বার্সেলোনা ৩-১ গোলের জয় পেলেও হারিয়েছে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে।
বার্সেলোনার ইনজুরি সমস্যার তালিকা কিন্তু আগেই বেশ বড় হয়েছে। গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন এবং মিডফিল্ডার গাভি দীর্ঘদিন ধরে মাঠের বাইরে। গত রোববার (২১ সেপ্টেম্বর) চোটের কারণে ছিটকে যান মিডফিল্ডার ফের্মিন লোপেসও। এবার রাফিনিয়া ও গার্সিয়াকে হারানোয় চাপে পড়ল হান্সি ফ্লিকের দল।
তবে কিছুটা স্বস্তির খবরও আছে। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে ও ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। তারা রোববার (২৮ সেপ্টেম্বর) লা লিগায় রেয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফিরতে পারেন। এর পরের চ্যালেঞ্জ হবে বুধবার (১ অক্টোবর) চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বিপক্ষে ম্যাচ।
গার্সিয়ার অনুপস্থিতিতে গোলপোস্টের দায়িত্ব নিতে পারেন ভয়চেক স্ট্যান্সনি। জুনে এস্পানিওল থেকে যোগ দেওয়া গার্সিয়া মৌসুম শুরুর পর বার্সার সব ম্যাচেই খেলেছিলেন।
লা লিগার পয়েন্ট টেবিলে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তাদের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে শীর্ষে অবস্থান করছে রেয়াল মাদ্রিদ।