শেরপুরের নকলায় ট্রলিচাপায় নিরালা (৩৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী নারী পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টায় উপজেলার পোস্ট অফিস সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিরালা জামালপুর সদর উপজেলার বড় ডৌহাতলা গ্রামের বাদশার মেয়ে। তিনি নকলা উপজেলার নারায়খোলা ইউনিয়নে নানা বাড়িতে থাকতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টায় নকলা উপজেলার পোস্ট অফিস সংলগ্ন মহাসড়কে ট্রলির চাপায় গুরুতর আহত হন নিরালা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক ডা. নাইমা ইসলাম পিংকি তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেওয়ার পর বিকেল ৫টায় তার মৃত্যু হয়। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।