বিএনপির ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহের ভালুকা পৌরসদরসহ উপজেলার ৬২ টি পুজাঁ মন্ডবে আথিক সহায়তা দিয়েছেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম।
গতকাল বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে পুজাঁ মন্ডবে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অথিতি জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মুর্শেদ আলম ৬২টি পুজাঁ মন্ডবের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে আর্থিক সহায়তা তুলে দেন। এসময় তিনি প্রত্যেক মন্ডবে নির্বিঘ্নে পুজাঁ উদযাপনে সহায়তা করার জন্য বিএনপির নেতাকর্মীদেরকে নিদেশ প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমীন রুহল,আইয়ুব আলী কমান্ডার,নজরুল ইসলাম বিএসসি,খালেদা নার্গিস,সদস্য তোফাজ্জল হোসেন মীর জজমিয়া,নরুল হক মন্ডল,বুলবুল আহাম্মেদ,মাইনুদ্দিন,মিজানুর রহমান মিজান,আলমগীর হোসেন,আব্দুর রব,মনিরুজ্জামান মনির,মহিলা দলের রাশিদা খাতুন,শারমিন সুলতানা দিনা,গোলাপী আক্তার মনজিলা আক্তার জেসমিন আক্তার শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ সাধারন সম্পাদক শাহ মোহাম্মদ সুজন,স্বেচ্ছাসেবকদলের কাজল, তিয়াস মোহাম্মদ শুভ,জাহিদুর রহমান ইমন,ছাত্রদল নেতা রাফি উল্ল্যাহ চৌধুরী,মৃদুল,অনন্ত,প্রমুখ।