সিলেটে প্রায় দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৪২ পিএম
সিলেটে প্রায় দেড় কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ২৬ ও ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক চোরাচালানী অভিযানে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে।

সোনারহাট, উৎমা, শ্রীপুর, সংগ্রাম, বিছনাকান্দি, বাংলাবাজার ও সোনালীচেলা বিওপি এলাকায় পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ফুচকা, কিটক্যাট চকলেট, চিনি, মদ এবং অবৈধ বিয়ারসহ ১ জন আসামীকে আটক করা হয়। এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় চালানো এক বিশেষ টহলদল অভিযান থেকে চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক আটক করা হয়েছে।

অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) জানিয়েছেন, উর্ধ্বতন সদর দফতরের নির্দেশনা মোতাবেক সীমান্তে নিরাপত্তা রক্ষায়, চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। আটককৃত আসামীকে ভারতীয় মাদকদ্রব্যসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে এবং অন্যান্য মালামালের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে