চাঁদপুরে কমরেড নিরোদ বরণ অধিকারীর ৭ম স্মরণসভা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫২ পিএম
চাঁদপুরে কমরেড নিরোদ বরণ অধিকারীর ৭ম স্মরণসভা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাবেক সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা কমরেড নিরোদ বরণ অধিকারীর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ২৬ সেপ্টেম্বর, শুক্রবার, বিকাল ৫ টায় উদীচী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেন-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সদস্য কমরেড আবুল বাসার, মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ও জেলা কমিটির সদস্য কমরেড সুধাংশু সাহা, চাঁদপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড দুলাল গোস্বামী, বাংলাদেশ কৃষক সমিতি মতলব দক্ষিণ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোশতাক আহম্মেদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিক্ষানুরাগী ডা: মিজানুর রহমান, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মো: সোহেল রানা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা আহবায়ক মুহাম্মদ কাওছার তপদার।

স্মরন সভায় আলোচকবৃন্দ বলেন, কমরেড নিরোদ বরণ অধিকারী বাংলাদেশকে পাকিস্তানি দুঃশাসন থেকে মুক্ত করতে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে অধিকার আদায়ের সংগ্রাম মৃত্যুপর্যন্ত চালিয়ে যান। তিনি আজীবন কমিউনিস্ট ছিলেন। কমরেড নিরোদ বরণ অধিকারী সমাজ বদলের লক্ষ্যে আমৃত্যু কমিউনিস্ট আন্দোলনে আত্ননিয়োগ করেন। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই ছিল তাঁর জীবনের প্রধান লক্ষ্য। তিনি আদর্শ ও নীতি থেকে কখনই বিচ্যুত হন নি। তিনি কর্মজীবনে একজন নিবেদিত শিক্ষক ছিলেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে অসমাপ্ত কাজ সম্পন্ন করার অঙ্গীকারাবদ্ধ।   

আপনার জেলার সংবাদ পড়তে