ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা বলেছেন, দেশে একটি অবাধ, সুষ্ঠ নির্বাচন হতে যাচ্ছে। যে নির্বাচনের জন্য এ দেশের মানুষ দীর্ঘ ১৭ বছর অপেক্ষায় ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক সহযোগিতায় ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে সমর্থ হয়েছি। এদেশে এই ফ্যাসিস্টরাই আবার বিভিন্ন রুপে, বিভিন্ন বর্ণে, ভিন্ন পোষাকে প্রকাশ্যে আসতে চাচ্ছে।
শুক্রবার রাতে ময়মনসিংহর গফরগাঁও উপজেলার মশাখালী রেলস্টেশন চত্বরে বিএনপি'র আয়োজিত গণসংযোগ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর গফরগাঁওয়ে যারা কুকর্মের সাথে জড়িত ছিল তাদের রক্ষণকর্তা ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে গেলেও অনেক ফ্যাসিস্ট এখনো গফরগাঁওয়ের বিভিন্ন গ্রামে, ওয়ার্ডে অবস্থান করছে।
আজকে নতুন ফ্যাসিস্টের পদধ্বনি শোনা যাচ্ছে। সেই ফ্যাসিস্টরা পিআর পদ্ধতির মাধ্যমে দেশে আবার আসতে চাচ্ছে। তিনি প্রশ্ন করে বলেন, আমরা কি জানি পিআর পদ্ধতি কি? আমরা জানতেও চায়না। পিআর পদ্ধতিতে নেতা নির্বাচনে আমরা যাবনা।
আগামী নির্বাচনে গফরগাঁও আসনে সবচেয়ে জনপ্রিয় নেতাকেই আমরা দেখতে চাই। আমাদের সাথে বিভিন্ন জোট সঙ্গী ছিল যারা আজকে তারা ফ্যাসিস্টদের সহযোগিতায় ক্ষমতায় যেতে চায় তাদের চক্রান্তে আমরা পা দিবনা। আপনারা যদি ভোট বাড়ানোর জন্য ফ্যাসিস্টদের সাথে নেন বিএনপি তা কখনোই মেনে নেবে না।
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক চেয়ারম্যানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ শেখ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোশারফ হোসেন, বছির উদ্দিন, পৌর বিএনপির সাবেক দফতর সম্পাদক আজহারুল হক, বিএনপি নেতা রিপন মাষ্টার, ময়মনসিংহ জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আঃ আজিজ সাদেক, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজ আহমেদ ও পাগলা থানা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম প্রমুখ।
এর আগে বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী ডাঃ মোফাখখারুল ইসলাম রানা দলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠন ও জনসচেতনতার সৃষ্টির লক্ষ্যে মশাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকার গণসংযোগ করেন।