পিরোজপুরে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

এফএনএস (মোঃ রেজাউল ইসলাম শামীম; পিরোজপুর) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩২ পিএম
পিরোজপুরে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা

পিরোজপুরে সাংবাদিকদের অংশগ্রহনে টাইফয়েড টিকাদান বিষয়ে একটি  কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় গণযোগাযোগ অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালায় পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক  মিডিয়ার কর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন প্রধান অতিথি গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক  ফায়জুল হক,বিশেষ অতিথি পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান, প্রেসক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম, এম. এ. রব্বানী ফিরোজ, জিয়াউল আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের  উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরী। 

কর্মশালায় টাইফয়েডের টিকাদান বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা বলা হয়  টাইফয়েড একটি সংক্রামক ব্যাধি। টিকা গ্রহণের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। তাই ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের এ টিকাদান বিষয়ে সাধারন মানুষর মধ্যে সচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যম তথা গণমাধ্যম কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ৯ মাস থেকে ১৫ বছরের শিশু-কিশোর-কিশোরীদের এ টিকা দেয়া হবে। প্রতিটি স্কুল ও পরবর্তীতে স্বাস্থ্য বিভাগের টিকাদান কেন্দ্রে এ টিকা দেয়ার জন্য ইতিমধ্যেই রেজিষ্ট্রেশন করা শুরু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে