নওগাঁর মহাদেবপুরে কয়েক হাজার মানুষের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হয়েছেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়ন বিএনপির প্রয়াত সভাপতি ও উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আবিদ হোসেন সরকার। শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুম্মা তার নিজ গ্রাম বামনসাতায় নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি অসুস্থ্য হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসে।
অত্যন্ত পরিচ্ছন্ন স্বভাবের, সদালাপি ও সম্ভান্ত পরিবারের সন্তান আলহাজ¦ আবিদ হোসেন সরকারের নামাজে জানাযায় উপজেলা বিএনপির সভাপতি ও আগামী নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে দলীয় মনোনয়নপ্রার্থী আলহাজ¦ রবিউল আলম বুলেটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। জানাযার আগে জাতীয় পতাকায় মোড়া মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।