গাইবান্ধায় মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গণমিছিল

এফএনএস (মোঃ শামিম উল হক শাহিন; গাইবান্ধা) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৪ পিএম
গাইবান্ধায় মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে গণমিছিল

গাইবান্ধা জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিএনপির একাংশের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টার দিকে পুরাতন জেলখানা মোড় থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে জেলখানা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাড. হামিদুল হক ছানা, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, শাহাজাহান আলী, এরশাদক মল্লিক অনু, রহুল আমিন সহ অনেকে।

এসময় বক্তারা বলেন, জেলা বিএনপি সভাপতি আওয়ামী ফ্যাসিবাদীদের সাথে হাত মিলিয়ে ত্যাগী, যোগ্য নেতা -কর্মীদেরকে বাদ দিয়ে কমিটি বাণিজ্য করে দলের ১২ টা বাজিয়েছে। সেই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ কমিটি দ্রুত বাতিল করা না হলে পাটি অফিস দখল সহ কঠোর কর্মসূচির ঘোষণার হুমকি দেন নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে