কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে কুড়িগ্রামে দিনব্যাপী স্কিল এন্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের আয়োজনে কলেজ চত্ত্বরে দিনব্যাপী এ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। এতে ৪টি টেকনোলজি থেকে ১৫টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করে।
এ সময় প্রধান অথিতি হিসেবে কম্পিটিশনের স্টল প্রদর্শন করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মোঃ রেজাউল হক। পরে একটি মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক পরিদর্শক বেলায়েত হোসেন, অ্যাসেট প্রকল্পের কারিগরি শিক্ষা অধিদপ্তরের গ্রাফিক্স ডিজাইনার মোঃ মেহেদী হাসান, কুড়িগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুল হক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মাহফুজার রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরিচালক (ভোকেশনাল) প্রকৌশলী মোঃ রেজাউল হক কারিগরি শিক্ষার সুফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের জন্য এ ধরণের কম্পিটিশন নিয়মিত আয়োজন করতে হবে। কারিগরি শিক্ষার সুফলগুলো অভিভাবকসহ সকল স্তরে পৌঁছে দিতে হবে। এ লক্ষ্যে কাজ করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।