গিরিধরপুর প্রডিউসার অর্গানাইজেশন এর কৃষকগনের সাথে মতবিনিময় সভা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৫ পিএম
গিরিধরপুর প্রডিউসার অর্গানাইজেশন এর কৃষকগনের সাথে মতবিনিময় সভা

বিরল উপজেলার গিরিধরপুর প্রডিউসার অর্গানাইজেশন এর কৃষকগনের সাথে মোঃ সাইফুল ইসলাম, মহাপরিচালক, (অতিরিক্ত সচিব) আইএমইডি, পরিকল্পনা মন্ত্রণালয়, ঢাকা মহোদয়ের এসএসিপি-রেইনস প্রকল্পের আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে বিরল উপজেলা কৃষি সমপ্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার ধামইর ইউনিয়নের গিরিধরপুর গ্রামে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ সেক্টর-৪ (আইএমইডি) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি প্রকল্প পরিচালক এসএসিপি ড. মুহাম্মদ এমদাদুল হক, দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক রিয়াজ উদ্দিন, দিনাজপুর খামারবাড়ী উপপরিচালক আফজাল হোসেন, বিরল উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা কৃষি সমপ্রসারন অফিসার আফরোজা হক আখি, বরকত উল্লা প্রমূখ। সভাপতি জহুরুল ইসলাম এর সভাপতিত্বে স্থানীয় কৃষক আলমগীর হোসেন, নাদিরা পারভীন বক্তব্য রাখেন।

আপনার জেলার সংবাদ পড়তে