কুষ্টিয়ার দৌলতপুরের হোসেনাবাদে ‘একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দৌলতপুরে স্কিলস্ এন্ড ইনোভেশন কম্পিটিশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কারিগরী শিক্ষা অধিদপ্তরের ‘এসেট’ প্রকল্পের আওতায় দিন ব্যাপী হোসেনাবাদ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে এর আয়োজন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হয়। হোসেনাবাদ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা জাহিদুল আলম, এসেট প্রকল্পের কর্মকর্তা জাহাঙ্গীর আলম হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় প্রতিষ্ঠানটির বিভিন্ন ট্রেডে অধ্যায়রত শিক্ষার্থীরা ১৫টি স্টলের মাধ্যমে তাদের উদ্ধাবনী নিয়ে প্রকল্প উপস্থাপন করেন। শিক্ষার্থীরা নিজেদের নানা উদ্ভাবন প্রদর্শনের জন্য স্টলে নিয়ে আসে। নিজেদের আবিস্কার ছাড়াও অন্যদের প্রদর্শিত প্রজেষ্ট ঘুরে ঘুরে দেখেছে শিক্ষার্থীরা। মেলায় নিজেরদের আবিস্কার প্রদর্শন করতে পেরে আনন্দের পাশাপাশি আবেগে আপ্লুত শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে তারা যে আবিস্কার বা প্রজেক্ট তৈরী করেছেন এবং নিজ নিজ স্টলগুলোতে প্রদর্শন করা হচ্ছে। শুধু নিজেদের তৈরী করা প্রজেক্টই নয়, অন্যদের স্টলে প্রদর্শন করা প্রজেক্ট দেখেও নতুন নতুন আইডিয়া শেখা যাচ্ছে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশে সহায়তা করবে। প্রতিষ্ঠানের ইলেট্রিক্যাল ট্রেডের শিক্ষার্থী জয়নুল আহমেদ বলেন, প্রতিযোগিতায় কম খরচে পানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ও উদ্বৃত্ত পানি কৃষি ক্ষেতে ব্যবহার বিষয়ে প্রকল্প উপস্থাপন করা হয়েছে। সিভিল ট্রেডের শিক্ষার্থী বিপ্লব হোসেন জানান, তাদের গ্রুপ আধুনকি সড়ক ব্যবস্থা নিয়ে প্রকল্প উপস্থাপন করেছি। যা সকলের কাছে প্রশংশিত হয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষার্থী আবির আহমেদ বলেন, প্রতিযোগিতায় নিজ নিজ আইডিয়া নিয়ে প্রজেক্ট তৈরী করে প্রদর্শন করা হচ্ছে। সব স্টলের প্রজেক্টই মান সম্মত। এগেুলো দেখে আমরাও অনুপ্রাণিত হচ্ছি। এ দেশের শিক্ষার্থীদের সৃজনশীলতা একসময় বিশ্বময় ছড়িয়ে পড়বে। জ্ঞানে-বিজ্ঞানে বিশ্বসেরা হবে এদেশের শিক্ষার্থীরা। হোসেনাবাদ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান বলেন, স্টলে শিক্ষার্থীরা চমৎকার আইডিয়া নিয়ে নিজ নিজ প্রজেক্ট তৈরী করেছে। নিজেদের মেধা ও সৃজনশীলতা দিয়ে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে শিক্ষার্থীদের আগ্রহী করা ও দেশের উন্নয়নে ভুমিকা রাখবে এই লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।