গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩০ পিএম
গোমস্তাপুরে বিলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিলের পানিতে মাছ ধরতে গিয়ে শফিকুল ইসলাম রবু (৬৭) নামে এক বৃদ্ধ ডুবে মারা গেছে । গতকাল বৃহস্পতিবার ভোর ৭টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রাম সংলগ্ন দোহাইলা বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার ওই বিলে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন। মারা যাওয়া শফিকুল ইসলাম রবু ওই গ্রামের বাসিন্দা মৃত সাইদুর রহমানের ছেলে।

পুলিশ ও পরিবার জানায় ,গত শুক্রবার বিকেল চারটার দিকে শফিকুল ইসলাম রবু বেগপুর এলাকার দোহাইলা বিলে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হন। এরপর তিনি বাড়িতে ফিরে না আসলে তার ছেলে মেয়েরা অনেক খোঁজাখুঁজি করে ওই বিলে। পরে পরিবারের মধ্যে সন্দেহ হলে ওই বিলে কাপা জাল দিয়ে তাকে খুঁজতে থাকে। রাত হয়ে যাওয়ায় পরিবার ও স্থানীয়রা বাড়ি ফিরে যান। পরের দিন শনিবার সকাল ৭টার দিকে ওই বিলে পরিবারের লোকজন স্থানীয়দের সঙ্গে নিয়ে পুনরায় জাল নিয়ে খুজতে থাকেন।খোঁজাখুজির এক পর্যায়ে রবু কে ডুবে থাকা অবস্থায় কাপা জালে উঠে পড়ে। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম জানান, শুক্রবার রাত ১০টা থেকে পরের দিন শনিবার সকাল ৭ টার  মধ্যে তার মৃত্যু হতে পারে। শফিকুল ইসলাম রবুর বয়স বেশী হওয়ায় অসুস্থ হয়ে পানির মধ্যে পরে ডুবে মারা যায়। এ ঘটনায় গোমস্তাপুর থানায় ইউডি মামলা হয়েছে বলে ওসি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে