নাটোরের লালপুরে জুলাই সনদের আইনি ভিত্তি ও পি আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে গোপালপুর সিএনজি স্ট্যান্ড চত্বরে উপজেলা নায়েবে আমীর মাওলানা আকবর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী লালপুর উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ। এসময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমীর অধ্যাপক আব্দুল ওয়াহাব, জেলা ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান, বাগাতীপাড়া উপজেলা নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি মহসিন আলম প্রমুখ । সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক উপস্থিত ছিলেন।