গজারিয়া সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯ পিএম
গজারিয়া সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় সাপের কামড়ে সুলতানা রাজিয়া (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।  নিহত রাজিয়া কুমিল্লার গৌরপুরের স্থায়ী বাসিন্দা এবং গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের সাতকাহনিয়া গ্রামে ভাড়াটিয়া শফিকুল ইসলামের স্ত্রী।

স্বজনদের বরাতে জানা যায়, সকালে পাশের এক বাড়িতে সেলাই মেশিনে কাজ করার সময় বিষধর সাপ পায়ে কামড় দেয় রাজিয়ার। প্রথমে তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলে গুরুতর কিছু হয়নি বলে জানানো হয়। তবে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার আরশাদ কবির জানান, রোগীকে আনার পর এন্টিভেনম দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু স্বজনরা তাড়াহুড়া করে তাকে ঢাকায় নিয়ে যান। পরে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

আপনার জেলার সংবাদ পড়তে