দেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বাসস | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৪ পিএম
দেশ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জুলাইয়ের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের অর্থনীতি ও সমাজ পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, দেশের সংকটকালে প্রবাসীরা যেভাবে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন, ভবিষ্যতেও উন্নয়ন ও রাষ্ট্রগঠনে তাদের অবদান অপরিহার্য।

নিউইয়র্কের ম্যানহাটনের মেরিয়ট মার্কুইসে শনিবার (২৭ সেপ্টেম্বর) ‘এনআরবি কানেক্ট ডে: এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, “আমাদের অর্থনীতি একেবারে নিচে নেমে গিয়েছিল, আপনাদের পাঠানো রেমিট্যান্সই তা বাঁচিয়েছে। এখন গ্যালারিতে বসে খেলা দেখার দিন শেষ, সবাইকে মাঠে নেমে খেলতে হবে।”

তিনি আশ্বস্ত করে বলেন, প্রবাসীদের জন্য ভোটাধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, আঞ্চলিক অর্থনৈতিক সংযোগ জোরদার, গভীর সমুদ্রবন্দর নির্মাণ ও বঙ্গোপসাগরের গ্যাসসম্পদ অনুসন্ধানসহ নানা উদ্যোগ নিয়ে এগোচ্ছে বাংলাদেশ। তরুণ জনশক্তির সম্ভাবনা কাজে লাগাতে তিনি বিদেশি কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা স্থানান্তরের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা উপস্থিত ছিলেন। তারা অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ নিয়ে তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী অনুষ্ঠানের শুরুতে একটি প্রেজেন্টেশন দেন। তিনি জানান, গত ১৫ মাসে রেমিট্যান্স প্রবৃদ্ধি হয়েছে ২১ শতাংশের বেশি এবং বিদেশি বিনিয়োগ দ্বিগুণ হয়েছে। মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল পর্যায়ে এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ‘ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াস্পোরা এনগেজমেন্ট’ ও ‘হারনেসিং ডায়াস্পোরা অ্যাজ আ ন্যাশনাল অ্যাসেট’ শীর্ষক দুটি প্যানেল আলোচনা হয়। এগুলো পরিচালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। আলোচনায় অংশ নেন ড. আসিফ নজরুল, এনসিপি নেতা ড. তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা মোহাম্মদ নকীবুর রহমান।

তাসনিম জারা নারী ও তরুণদের সম্পৃক্ত করে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “যখন সবাই একসঙ্গে কাজ করে, তখন ইতিহাস বদলায়। আমরা সবাই মিলে ইতিহাস বদলাবো।”

অনুষ্ঠানে ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপ উদ্বোধন করা হয়, যা প্রবাসীদের জন্য বিভিন্ন সেবা, নির্দেশনা ও বিনিয়োগের সুযোগ তুলে ধরবে। প্রবাসীদের অভিজ্ঞতা, মতামত ও উদ্বেগ ভাগাভাগি করার পাশাপাশি নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগও তৈরি হয় এই আয়োজনে।

আপনার জেলার সংবাদ পড়তে