বাংলাদেশে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি দেশের হিন্দু সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানান।
তারেক রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবগুলোর অন্যতম। দেশের প্রতিটি ধর্মাবলম্বী মানুষ, প্রতিটি গোষ্ঠী, গোত্র ও সম্প্রদায় আনন্দ ও উৎসাহের সঙ্গে তাদের ধর্ম পালন করবে। এটি বাংলাদেশের দীর্ঘকালীন ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্যের প্রকাশ। তিনি উল্লেখ করেন, ভিন্ন ধর্ম, গোত্র ও সম্প্রদায়ের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য এবং ভাতৃত্বের বন্ধন এই উৎসবের মাধ্যমে দৃঢ় হয়ে উঠে।
বিএনপির চেয়ারম্যান বলেন, রাষ্ট্র এবং সংবিধান অনুযায়ী, দল, মত, ধর্ম বা বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পবিত্র হাদিসেও নির্দেশনা রয়েছে যে, রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করলে, তাদের অধিকার হরণ করলে বা অনিচ্ছায় অতিরিক্ত দায়িত্ব চাপানো হলে সেই জুলুমের বিরুদ্ধে প্রিয় নবী সতর্ক করেছেন।
তিনি সতর্ক করেন, শারদীয় উৎসবকে ঘিরে কেউ সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি বা নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা করলে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উৎসবটি আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উদযাপন করুন এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দিন।
তারেক রহমান আরও উল্লেখ করেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার; ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।” সবশেষে তিনি বিএনপির পক্ষ থেকে দেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।