কালীগঞ্জে ৩ কোটি টাকার স্বর্ণসহ ২ পাচারকারী আটক

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৫২ পিএম
কালীগঞ্জে ৩ কোটি টাকার স্বর্ণসহ ২ পাচারকারী আটক

কালীগঞ্জের স্বর্ন ব্যবসায়ি মহেশপুর উপজেলার কাকিলাদাড়ি এলাকা থেকে ৩ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার টাকা মুল্যের ২ কেজি স্বর্ণের বারসহ দুইজনকে আটক করেছে বিজিবি। শনিবার রাত সাড়ে ৯টার সময় মহেশপুর ৫৮ বিজিবির এক তথ্য জানানো হয়।আটককৃতরা হলেন, ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার কাগমারি গগ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে রনজিৎ বিশ্বাস ও কালীগঞ্জ উপজেলার খোদ্দরায় গ্রামের কার্তিক চন্ত্র বিশ্বাসের বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাসকে আটক করে।

শনিবার বিকালে কালীগঞ্জ থেকে জীবননগর গামী হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে দুইজন ব্যক্তি স্বর্ণ বহন করে ভারতে পাচারের কথা জানতে পারে। খবর পেয়ে বিজিবি সদস্যরা মহেশপুর ব্যাটালিয়ন সুবেদার গোলাম মোস্তফার নেতৃত্বে একটি  বিশেষ টহল দল কাকিলাদাড়ী বাজার এলাকায় অবস্থান নেয়।সোর্সের দেয়া তথ্য মতে বিজিবি সদস্যরা হাজী ডিলাক্স পরিবহনের বাসটি তল্লাসী চালিয়ে প্রথমে রনজিৎ বিশ্বাস ও সৌরভ বিশ্বাসকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৪ পিস স্বর্ণের বার জব্দ করা হয় যার মোট ওজন ২ কেজি ৩৩১.৭৯ গ্রাম। আসামীদের শনিবার রাতে মোবাইল ও মোটর সাইকেলসহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। জব্দকৃত স্বর্ণ সরকারী কোষাগারে জমা দেওয়ার পক্রিয়া চলছে।

বিজিবি সুত্রে জানা গেছে, ২০২৫ সালে জানুয়ারি মাস থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ৪৯ কেজি ওজনের ৩৮ টি স্বর্ণের বার উদ্ধার করে। এ সময় সোনা পাচারের দায়ে ২৭ টি মামলায় ৪১ জনকে আটক করা হয়। এছাড়া ২০২৪ সালের ৬ আগস্ট থেকে এ পর্যন্ত বিজিবি কর্তৃক ১২২.৩১ কেজি স্বর্ণ এবং ৮২ জন আসামি আটক করার কথা জানানো হয়।


আপনার জেলার সংবাদ পড়তে