“তথ্য আমার অধিকার, জানা আছে কি তোমার?”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। এ উপলক্ষে রবিবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মুনতাসির বিল্লাহ এবং ফিফার সাবেক রেফারি আবু তৈয়্যব শামসুজ্জামান বাবু।
আলোচনায় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন নাগরিক ও প্রশাসনের মধ্যে আস্থা সৃষ্টির পাশাপাশি দুর্নীতি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক তথ্যের ব্যবহার রাষ্ট্রীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে বলে তারা অভিমত ব্যক্ত করেন। বক্তারা বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার বিষয়ে সচেতনতা গড়ে তোলার ওপর জোর দেন।