কলমাকান্দায় ৬৩ বোতল ভারতীয় মদ জ'ব্দ

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২১ পিএম
কলমাকান্দায় ৬৩ বোতল ভারতীয় মদ জ'ব্দ

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন ৬৩ বোতল ভারতীয় মদ জ'ব্দ করেছে। ২৬ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরুয়াকোনা বিওপির টহল দল কলমাকান্দার রংছাতী ইউনিয়নের পাতলা বন এলাকায় অভিযান চালায়। এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ম'দ জ'ব্দ করা হয়।

২৭ সেপ্টেম্বর শনিবার বিজিবি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জ'ব্দকৃত ম'দ ও অভিযানের সব তথ্য জানানো হয়েছে। বিজিবি জানিয়েছে, জ'ব্দকৃত মদ আইনি প্রক্রিয়ায় ধ্বংস করা হবে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে