কলাপাড়ায় ডাকাতি মামলা করে আতংকে নিখিলের পরিবার

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২২ পিএম
কলাপাড়ায় ডাকাতি মামলা করে আতংকে নিখিলের পরিবার

পটুয়াখালীর কলাপাড়ার পাখিমারা নিখিল কর্মকারের বাসায় ডাকাতদল প্রবেশ করে স্ত্রী ও দশম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে হাত-পা ও মুখ বেঁধে বেধড়ক মারধর করে ২৫ ভরি সোনালংকার ও নগদ টাকা লুটের ঘটনায় মামলা করে এখন বিপাকে পড়েছে  নিখিলের পরিবার। ডাকাত দলের সহযোগীদের অব্যাহত হুমকিতে পুরো পরিবার গত একমাস ধরে  এখন ঘরছাড়া।  

পরিবারের নিরাপত্তা ও ডাকাতির ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারে প্রশাসনের সহায়তা কামনা করে রবিবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী নিখিল কর্মকার। 

লিখিত বক্তব্যে নিখিলের স্ত্রী শিলা রানী বলেন, নীলগঞ্জের ভূমিদস্যু ফজলু ভেন্ডার ও তার সহযোগীরা ডাকাতির মামলা ধামাচাপা দিতে তাদের একেরপর এক জীবননাশের হুমকি দিচ্ছে।  এ কারনে গত ২৫ বছর ধরে নীলগঞ্জে বসবাস করলেও জীবনের ভয়ে গত এক মাস ধরে কলাপাড়া পৌর শহরে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন।  এ কারনে দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ে ও পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ছেলের শিক্ষা গ্রহন অনিশ্চিত হয়ে পড়েছে। 

তারা বলেন, গত ২২ আগষ্ট রাতে ডাকাতির ঘটনায় পুলিশ দূর্জয় হাওলাদার নামে একজনকে গ্রেফতার করে। কিন্তু মামলার অন্য আসামীরা এখনও বহাল তবিয়তে রয়েছে।  তাদের নানাভাবে হুমকি দিচ্ছে। 

তাদের আর্তি, ডাকাতিতে তারা সর্বস্ব হারিয়েছেন। এখন ডাকাতদের ভয়ে বেঁচে থাকাই অনিশ্চিত হয়ে পড়েছে।  তাই তাদের জীবনের নিরাপত্তা ও ডাকাতদের সদস্যদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। 

আপনার জেলার সংবাদ পড়তে