কলম্বিয়ার প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল: আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪৮ পিএম
কলম্বিয়ার প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল: আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন, এ পদক্ষেপের মধ্য দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “এখন থেকে আমার যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসা নেই; কিন্তু আমি তা নিয়ে কোনোভাবে উদ্বিগ্ন নই। আমার ভিসার দরকার নেই…আমি শুধু কলম্বিয়ার নাগরিক নই, ইউরোপেরও নাগরিক। আমি নিজেকে বিশ্বের একজন স্বাধীন মানুষ মনে করি।”

পেত্রো মার্কিন ভিসা বাতিলের কারণ হিসেবে উল্লেখ করেন, গাজায় ইসরায়েলের জাতি হত্যার নিন্দা জানানোয় যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকায় ৬৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং সবার বাস্তুচ্যুতি ঘটেছে। একাধিক মানবাধিকার বিশেষজ্ঞ, গবেষক ও জাতিসংঘের এক তদন্ত এই পরিস্থিতিকে জাতি হত্যার অন্তর্ভুক্ত হিসেবে উল্লেখ করেছে।

গত শুক্রবার নিউইয়র্কের রাস্তায় ফিলিস্তিনপন্থি বিক্ষোভে যোগ দিয়ে পেত্রো মার্কিন সেনাদের উদ্দেশে বলেন, “মানুষের দিকে অস্ত্র তাক করবেন না। ট্রাম্পের আদেশ না মেনে মানবতার আদেশ মানুন।” একই অনুষ্ঠানে তিনি বিশ্বব্যাপী একটি সশস্ত্র বাহিনী গঠনের আহ্বানও জানান, যা মূলত ফিলিস্তিনিদের মুক্তির উদ্দেশ্য নিয়ে কাজ করবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানিয়েছে, বেপরোয়া ও উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করা হচ্ছে। জবাবে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যেখানে জাতিসংঘ সদস্যরাষ্ট্রগুলোর মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে, সেখানে কূটনৈতিক অস্ত্র হিসেবে ভিসা বাতিল করা সংস্থার চেতনার পরিপন্থী।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। চলতি বছরের শুরুতে পেত্রো যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃতদের দেশে ফেরত পাঠানোর ফ্লাইট বন্ধ করার সিদ্ধান্ত নেন, যার জবাবে যুক্তরাষ্ট্র শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি দেয়। জুলাইয়ে পেত্রো অভিযোগ করেন, মার্কিন কর্মকর্তারা কলম্বিয়ায় অভ্যুত্থান ঘটানোর ষড়যন্ত্র করছেন, যা ওয়াশিংটন ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। এছাড়া ২০২৪ সালে পেত্রো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন এবং দেশটিতে কয়লা রপ্তানি নিষিদ্ধ করেন।