প্রকাশিত সংবাদের প্রতিবাদ

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৭ পিএম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২৭ আগস্ট ২০২৫ ইং তারিখে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে “ইন্দুরকানীতে বেড়িবাঁধের গাছ বিক্রি”শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে বিএনপি নেতা জামাল জোমাদ্দার, জলিল জোমাদ্দার, হালিম জোমাদ্দার ও আনিস জোমাদ্দারকে জড়িয়ে ২২টি গাছ অবৈধভাবে বিক্রির অভিযোগ আনা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রকৃত ঘটনা হলো, চন্ডিপুর ইউনিয়নের কলারণ ফেরিঘাট এলাকার বেড়িবাঁধের পাশে থাকা ৬টি গাছ ঝড়ে পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়। এসব গাছ বন বিভাগের অনুমতি, ইউনিয়ন পরিষদ, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জ্ঞাতসারে ও অনুমোদনক্রমে বিক্রি করা হয়। গাছগুলোর ক্রেতা রাসেল হাওলাদার নিজেও নিশ্চিত করেছেন যে, তিনি শুধুমাত্র ৬টি গাছ ক্রয় করেছেন, ২২টি গাছ বিক্রির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

গাছ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনিস জোমাদ্দার বলেন, “আমরা কমিটির মাধ্যমে গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণ করে থাকি। ঝড়ে ক্ষতিগ্রস্ত ৬টি গাছ নিয়মতান্ত্রিকভাবে বিক্রি করে এর মূল্য ১২ হাজার টাকা স্থানীয় বেড়িবাঁধ মেরামতের কাজে ব্যয় করার লক্ষ্যে উপজেলা প্রকৌশলী বরাবর স্টিমেট দাখিল করা হয়েছে।”

তিনি আরও বলেন, “একটি কুচক্রী মহল আমাদের সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভিত্তিহীন তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে, যা আমাদের সম্মান ও ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। আমরা এ বিষয়ে মানহানি মামলার প্রস্তুতি নিচ্ছি।” আমরা সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে এই মিথ্যা সংবাদের প্রতিবাদ ও প্রকৃত তথ্য প্রকাশের অনুরোধ জানাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে