হাকিমপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৮ পিএম
হাকিমপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১নং খট্রা-মাধবপাড়া ইউনিয়নের (সাবেক চেয়ারম্যান) কাওছার রহমানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয়রা। চেয়ারম্যান পদে পুনরায় অধিষ্ঠিত হওয়ার চেষ্টা করায় ইউনিয়নবাসী বিক্ষোভে ফুঁসে ওঠে। কাওছার রহমান উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে কয়েকশ’ মানুষ মিছিল করেন ও সরাসরি প্রতিবাদ জানান।

বিক্ষোভে অংশ নেওয়া স্থানীয়রা জানান, তারা কাওছারকে কখনই বৈধ চেয়ারম্যান হিসেবে মানতে পারবেন না। কেননা, তিনি কারচুপি করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘদিন পলাতক থাকার পর এখন শান্তিপূর্ণভাবে পরিষদে বসার চেষ্টা করছে।

আপনার জেলার সংবাদ পড়তে