আগৈলঝাড়ায় পূজার চাল কমদামে বিক্রির অভিযোগ

এফএনএস (এস এম ওমর আলী সানি; আগৈলঝাড়া, বরিশাল) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৮ পিএম
আগৈলঝাড়ায় পূজার চাল কমদামে বিক্রির অভিযোগ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ১৫৯ খানা পূজা উদযাপন করতে সরকারে পক্ষথেকে ৭৯ টন ৫ শত কেজি চাল বরাদ্দ দিয়েছেন। ওই বরাদ্দকৃত চাল প্রতিটি পূজামন্ডপের অনুকুলে ৫শত কেজি চালের ডিও’র হয়। ওই চাল উপজেলা পূজা কমিটি তাদের মতোকরে বিক্রি করেণ। এরপরে পূজাপ্রতি ১৮ হাজার টাকা করে বিতরণের করেছেন। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নের ১শত ৫৯ টি পূজামন্ডপের জন্য সরকার থেকে ৭৯ টন ৫শত কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। উপজেলা প্রকল্প বাস্থবায়ন অফিস থেকে প্রতিটি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে ৫শত কেজি চালের ডিও’র  লেটার দিয়ে থাকেন। ওই চাল উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক যতীন্দ্রনাথ মিস্ত্রী ও সদস্য সচিব দীনেশ হালদার প্রতিকেজি চাল ৩৮ টাকা ৫০ পয়সা দরে বিক্রিকরে। চাল বিক্র টাকা  প্রতিমন্ডবপ্রতি ১৮ হাজার টাকা করে বিতরণ করে দেয়ন।  উপজেলার কেন্দ্রীয় পূজা, লক্ষীদশহারা জন্য প্রতিজনের কাছ থেকে ১২৫০ টাকা করে রেখে দিয়েছে উপজেলা পূজা উদযাপন কমিটি। 

নামপ্রকাশে অনিচ্ছিুক পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের দাবি চালের দাম বেশি থাকলেও তারা নিজেরা লাভবান হবারজন্য কমদামে চাল বিক্র করেছেন।

উপজেলা খাদ্য পরিদর্শক আবু বকর ছিদ্দিক সাংবাদিকদের জানায়, আমার কাছে যে বৈধকাগজপত্র নিয়ে আসবে তাকে চালদিয়ে দিবো।

ব্যাপারে উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক যতীন্দ্রনাথ মিস্ত্রী ও সদস্য সচিব দীনেশ চন্দ্র হালদার সাংবাদিকদের বলেন,  চাল এখনও বিক্র হয়নাই। পূজায় চাল দিয়ে কি করবেণ ? তাই কিছু টাকা ধারকরে পূজার কাজ পরিচালনা করার জন্য সকলার মাঝে দেওয়া হয়েছে।  পূজার শেষে সকলের সম্মিতিক্রমে বিক্রী করা হবে।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক সাংবাদিকদের বলেন, প্রত্যেক পূজা মন্ডপে উপজেলা প্রশাসন থেকে চালের ডিও দেওয়া হয়েছে। চালের পরিবর্তে কেউ টাকা নিলে সেই আমাদের না।

আপনার জেলার সংবাদ পড়তে