কাহারোলের স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে নেই ওষুধ, মেলে শুধু পরামর্শ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৮ পিএম
কাহারোলের স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে নেই ওষুধ, মেলে শুধু পরামর্শ

দিনাজপুরের কাহারোল উপজেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উপসহকারী কমিউনিটি মেডিকেল কেন্দ্রে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অলস সময় কাটাচ্ছেন। রোগীর দেখা মেলে না সবসময়। যা দুই চার জন আসে শুধু পরামর্শ দেওয়া হয়। নাম না প্রকাশের এক কর্মকর্তা বলেন, প্রায় ১০ মাস ধরে কোন ওষুধ নেই কেন্দ্রগুলিতে। ওষুধ না থাকার কারণে কোন রোগী আসে না। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রোগীর দেখা মিলছে না। সারাদিনে ৩ থেকে ৪ জন রোগী আসলে তাদের ব্যবস্থাপত্র লিখে দিয়ে বাহির থেকে ওষুধ কিনে নিতে বলা হচ্ছে। আগে প্রতিদিন শতাধিক রোগী আসতো এইসব ক্লিনিকে। কিন্তু ওষুধ না থাকার কারণে রোগী আসছে না। রামচন্দ্রপুর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে পরিদর্শিকা কাশমেরি আক্তার বলেন, আগে প্রতিদিন রোগী আসতো প্রায় শতাধিকের উপরে। ওষুধ না থাকায় ৩ থেকে ৪ জন রোগী আসে। ওষুধ দিতে না পারার কারণে ক্লিনিকগুলিতে রোগীর উপস্থিতি কমে গেছে। উপজেলার ৬টি স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ না থাকার কারণে রোগীর আকাল। স্বাস্থ্যকেন্দ্রগুলিতে বেশির ভাগ নারীরাই চিকিৎসা সেবা নিয়ে থাকেন। বিশেষ করে গর্ভবতি মায়েরা এই কেন্দ্রে গিয়ে তাদের গর্ভে থাকা অনাগত সন্তানের পরামর্শ নিয়ে থাকেন। এছাড়াও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিও এই কেন্দ্র থেকে নেওয়া হয়। সেই ওষুধ নেই কেন্দ্রে আসা রোগীদের ভিজিটররা মৌখিক পরামর্শ দিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ডাক্তার আছে, রোগী নেই। একাধিক রোগী কেন্দ্রে আসলেও ওষুধ নেই। কেন্দ্রগুলিতে মিলছে অতি উচ্চ রক্তচাপ, পরিমাপ ও ব্যবস্থাপত্র দিয়ে দায় সারছেন চিকিৎসকেরা। এ ব্যাপারে কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. মো: মোস্তাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে ওষুধ না থাকার কারণে রোগীরা আসছে না। ওষুধের চাহিদাপত্র দেওয়া হয়েছে, ওষুধ সরবরাহ হলে সাধারণ মানুষ বাড়ির দোড়গোড়ায় চিকিৎসা নিতে পারবেন।

আপনার জেলার সংবাদ পড়তে